ডাচদের বিপক্ষে শামীম-ইমনকে খেলানো নিয়ে যা বললেন সিমন্স

2 weeks ago 6

নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল। তবে প্রথম ম্যাচের আগেই দলে কিছুটা অনিশ্চয়তার আবহ। অসুস্থতার কারণে প্রস্তুতি ক্যাম্পের শুরুতে দলে যোগ দিতে না পারা শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। যদিও কোচ ফিল সিমন্স আশার কথা শোনালেন, তবুও ইঙ্গিত মিলল—পুরোদমে ফিরতে তার আরও কিছুটা সময় লাগবে।

শুক্রবার (২৯ আগস্ট) সিলেটে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘পাটোয়ারী গত পাঁচ-ছয় দিন ধরে অনেক ভালো অবস্থায় আছে। অনুশীলনে সবকিছুই করেছে। তাই বলা যায়, ফিটনেসে ফিরে এসেছে। তবে আমার মনে হয় ম্যাচের জন্য তাকে আরও কয়েকদিন সময় নিতে হবে।’

অন্যদিকে, প্রস্তুতি ম্যাচে কাঁধে আঘাত পাওয়া ওপেনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানালেন প্রধান কোচ। তিনি বলেন, ‘ইমন ঠিক আছে। আজ পুরো অনুশীলন করেছে, ফিটনেস টেস্টও পাস করেছে। তাই খেলতে কোনো সমস্যা নেই।’

দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েও আশাবাদী সিমন্স। তার ভাষায়, ‘আমরা দেখেছি, সুযোগ পেলেই সাইফউদ্দিন ভালো বল করছে। ব্যাটিং নিয়েও সে কঠোর পরিশ্রম করছে। অলরাউন্ডারদের ক্ষেত্রে সব দিক একসঙ্গে কাজ করে না সবসময়। তবে আমরা চাই, তার ব্যাটিংটাকে আগের পর্যায়ে ফিরিয়ে আনতে, আর সে সে লক্ষ্যে মনোযোগ দিয়ে কাজ করছে।’

Read Entire Article