প্রাইম ব্যাংকের জার্সিতে রবিবার ১৭৬ রানের ইনিংস খেলেন নাঈম শেখ। সুযোগ ছিল ইনিংসটাকে ডাবলে রূপ দেওয়ার। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সৌম্য সরকারের। ২০১৯ সালে শেখ জামালের বিপক্ষে আবাহনীর জার্সিতে তিনি খেলেছিলেন ২০৮ রানের ইনিংস। রবিবার তাকে পেছনে ফেলার দারুণ সুযোগ ছিল নাঈমের। যদিও সুযোগ হাতছাড়া করেছেন, তাতে আফসোস নেই নাঈমের।
রবিবার মিরপুর শেরে বাংলা... বিস্তারিত