ডালিয়ার দলের ভারত মিশনের প্রস্তুতি

2 weeks ago 8

এ বছর জুলাইয়ে ভারতের জয়পুরে বসেছিল আইএইচএফ মেনস ট্রফি জোন টু এর আসর। বাংলাদেশ অংশ নিয়েছিল অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে। দুই বিভাগেই বাংলাদেশ রানার্সআপ হয়েছিল ফাইনালে ভারতের কাছে হেরে। রানার্সআপ হওয়ায় এই টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

আগামী বছর ৩ থেকে ৭ জানুয়ারি ভারতের লখনৌতে হবে আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি জোন এশিয়ার খেলা। সেখানে অংশ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ যুব দলের নিবিড় অনুশীলন চলছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। জুলাইয়ে বাংলাদেশের দুটি দলকে ফাইনালে তোলা কোচ ডালিয়া আক্তারই থাকছেন দায়িত্বে। তার অধীনেই হচ্ছে অনুশীলন।

বাংলাদেশ, ভারতের সাথে এই জোনে খেলবে কাজাখস্তান ও উজবেকিস্তান। এই আসরটি আইএইচএফ ট্রফির ইন্টারকন্টিনেন্টাল ফেসেরও বাছাই পর্ব। এখান থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে পরের পর্বে। সেখান থেকে এশিয়ার চারটি দল উঠবে বিশ্বকাপে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনের সময় কোচ ডালিয়া আক্তার বলছিলেন, ‘এই প্রথম বাংলাদেশের যুব দল এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এটা অনেক বড় ব্যাপার। বিশ্বকাপের বাছাইয়ের একটা ধাপ। ভারতে গিয়ে আমাদের রেজাল্ট কি হবে সেটা বিষয় না। বিষয় হলো এই লেভেলে আমাদের ছেলেরা কখনো খেলার সুযোগ পায়নি। প্রথমবারের মতো খেলবে। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই প্রতিযোগিতা। আমাদের জন্য বড় সুযোগ এ ধরনের টুর্নামেন্টে অংশ নেওয়ার।’

ভারতে কি লক্ষ্য নিয়ে যাচ্ছেন? জবাবে কোচ ডালিয়া আক্তার বলেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের অনূর্ধ্ব-১৮ ও ২০ দলের খেলোয়াড়রা ওখান থেকে নতুন কিছু শিখবে, তাদের অভিজ্ঞতা বাড়বে। সামনে আমাদের সাউথ এশিয়ান (এসএ) গেমস আছে। আশা করি, এই যুব দল থেকে ২-৪ জন সিনিয়র দলে ঢুকতে পারবে।’

আরআই/আইএইচএস/

Read Entire Article