ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেলসহ বিজয়ী সবাইকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
রোববার (১ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় চরমোনাই পীর বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতারা বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করি। দেশের উন্নয়ন-অগ্রগতি, নাগরিক ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করবেন।
তিনি আরও বলেন, আধিপত্যবাদী ভারত ও পশ্চিমাদের ভয়াল থাবা থেকে জনগণকে সতর্ক ও সজাগ রাখতে কাজ করে যাবেন বলে বিশ্বাস করি। সে সঙ্গে দেশি-বিদেশি সব চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে কান্ডারির ভূমিকা পালন করবেন এটাই আমার প্রত্যাশা।
নবনির্বাচিত কমিটির সবার সুস্বাস্থ্য ও উন্নত জীবনের জন্য মহান রাব্বুল আলামিনের মদদ কামনা করেন তিনি।