ডিআরএস ছাড়াই চলতে পিএসএল

3 months ago 49

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে সব মিলিয়ে বাকি আছে আরও তিনটি ম্যাচ- এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল।গুরুত্বপূর্ণ এই তিন ম্যাচে থাকবে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর পুনরায় খেলা শুরু হলেও প্রযুক্তি সরবরাহকারী হক-আই দল পাকিস্তানে না ফেরায় বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

২০১৭ সালের আসর থেকেই পিএসএলে ডিআরএস ব্যবহার হয়ে আসছিল। যুদ্ধের কারণে গেল ৭ মে চলতি আসরের খেলা স্থগিত হওয়ার আগ পর্যন্ত সেটি কার্যকর ছিল।

পুনরায় টুর্নামেন্ট শুরুর পর প্রথম পাঁচ ম্যাচেও ডিআরএস ছিল না। তবে এসব ম্যাচে কোনো বিতর্কিত ঘটনা ঘটেনি, যে কারণে ডিআরএস নিয়ে আলোচনা আসতে পারে। পিএসএল বা পিসিবি এখনো এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেনি।

তবে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো পিসিবি ও পিএসএলের সঙ্গে এ বিষয়ে জানতে পেরেছে।

এমএইচ/

Read Entire Article