হলি আর্টিসান হামলা নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের দেওয়া বক্তব্য জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে; যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।
বুধবার (২ জুলাই) বিকেলে গণোমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গতকাল মঙ্গলবার (১ জুলাই) বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে ঊদ্ধৃত করে প্রকাশিত সংবাদে ডিএমপির দৃষ্টি আকর্ষিত হয়েছে। এ সন্ত্রাসী হামলা এবং এর ফলে জানমালের ক্ষয়ক্ষতি নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক। ঢাকা মহানগর পুলিশ এ ঘটনায় নিহত দেশি-বিদেশি সবার আত্মার শান্তি কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
ডিসি তালেবুর জানান, হলি আর্টিসান হামলার ৯ বছর পূর্তিতে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ডিএমপি কমিশনারের খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে ডিএমপি কমিশনার তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে পুলিশের চ্যালেঞ্জ ও পূর্বাপর সরকারের সময়ে কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। তথাপি, অনেকে বিষয়টি খণ্ডিতভাবে উপস্থাপন করেছেন, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হলি আর্টিসানের ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা ছিল এবং যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের এরই মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া, ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে।
এতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ বিশ্বাস করে এ বিষয়ে অহেতুক ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই।
টিটি/এমকেআর/এএসএম