টানা দরপতনের বৃত্ত থেকে বেরিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক কিছুটা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকার পাশাপাশি কমেছে মূল্য সূচক। সূচকের পতন হলেও এই বাজারটিতে লেনদেনের পরিমাণ বেড়েছে।
এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে দরপতন হয়। পরের কার্যদিবস সোমবার কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। কিন্তু পরের দুই কার্যদিবস মঙ্গলবার ও বুধবার আবার দরপতন হয়।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের উর্ধ্বমুখিতার দেখা মিলে। অবশ্য লেনদেন চলাকালে শেয়ারবাজারে বেশ অস্থিরতা দেখা যায়। কয়েকবার সূচকের উত্থান-পতনের ঘটনা। তবে শেষ পর্যন্ত ডিএসইতে সবকটি মূল্য সূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৫৬টির এবং ৮৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৪ পয়েন্টে উঠে এসেছে।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন>>>
মূল্য সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩২৪ কোটি ৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩০৭ কোটি ১ লাখ টাকা। সে হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৭ কোটি ২ লাখ টাকা।
এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে গ্রামীণফোনের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১৩ কোটি ২৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগের ১২ কোটি ৩৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- অগ্নি সিস্টেম, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, রবি, যমুনা ব্যাংক, আফতাব অটোমোবাইল এবং ফারইস্ট নিটিং।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৯টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭ কোটি ৩৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪ কোটি ১১ লাখ টাকা।
এমএএস/এসআইটি