ডিজাইনে বৈচিত্র্য না আনলে পিছিয়ে পড়বে পোশাক খাত : চসিক মেয়র

3 months ago 51

বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে হলে আধুনিক ও সৃজনশীল ফ্যাশন ডিজাইনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (২৬ মে) সকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চসিক মেয়র বলেন, বর্তমান বিশ্বে পোশাক খাত কেবল উৎপাদন নির্ভর নয়, এটি নির্ভর করছে ডিজাইনের নান্দনিকতা ও বৈচিত্র্যের ওপর। আন্তর্জাতিক মানসম্পন্ন ডিজাইন রপ্তানি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশকে একটি ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।

তিনি বলেন, ৩০ বছর আগে ভারতের বেঙ্গালুরুতে পড়তে গিয়ে ফ্যাশন ডিজাইনের গুরুত্ব উপলব্ধি করি। আজ বাংলাদেশেই এমন সুযোগ সৃষ্টি হয়েছে। তবে শুধু সুযোগ পেলেই চলবে না, পড়াশোনায় মনোযোগ দিয়ে এমন ডিজাইন তৈরি করতে হবে যা দেশবিদেশে প্রশংসিত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির বলেন, ফ্যাশন ডিজাইন একটি আধুনিক শিল্পমাধ্যম। এই খাত কোলাবরেশন ছাড়া এগোতে পারে না, তাই শিল্পগোষ্ঠীর সহযোগিতা অত্যন্ত জরুরি। নতুন হলেও প্রিমিয়ার ইউনিভার্সিটির এই বিভাগ শিল্পক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান, হালদা গ্রুপের চেয়ারম্যান সারওয়ার আলমগীর, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, আমেরিকান কর্নার চট্টগ্রামের কন্টাক্ট পার্সন সাদাত জামান খান, সিটি করপোরেশনের প্যানেল লয়ার মো. রেজাউল করিম রণি এবং বিজিএমইএর সাবেক ডিরেক্টর খন্দকার বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশ।
 

Read Entire Article