‘ডিবির তাড়া খেয়ে’ নদীতে ঝাঁপ দিয়ে বালু ব্যবসায়ীর মৃত্যু
গাজীপুরের কড্ডায় ডিবি পুলিশের তাড়া খেয়ে আমজাদ হোসেন নামে এক বালু ব্যবসায়ী তুরাগ নদে ঝাঁপ দেওয়ার পর মারা গেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার পরদিন তার লাশ উদ্ধার করে।
নিখোঁজ আমজাদ হোসেন গাজীপুর সিটি করপোরেশনের কাঁঠালিয়াপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে। আমজাদ হোসেনের দুই ছেলে ও স্ত্রী রয়েছে।
তার স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে কড্ডা এলাকায় নিজ প্রতিষ্ঠানে বসে ছিলেন বালু ব্যবসায়ী আমজাদ হোসেন। এ সময় একটি মাইক্রোবাসে ৮ থেকে ১০ জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠান চারপাশ থেকে ঘিরে ফেলে। একপর্যায়ে তারা আমজাদ হোসেনকে আটক করার জন্য গেলে তিনি দৌড়ে পালোনোর চেষ্টা করেন। এ সময় তাকে পেছন থেকে ধাওয়া করা হয়। একপর্যায়ে আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দেন।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে গেলে স্বজন ও এলাকাবাসী নদে রাতভর খোঁজাখুঁজি করেন। স্থানীয়রা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ আমজাদ হোসেনের খোঁজে উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টায় তার লাশ মেলে নদীতে।
নিখোঁজ আমজাদ হোসেনের বাবা ইদ্রিস আলী বলেন, আমজাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তারপরও বিভিন্ন সময় ডিবি পুলিশ তাকে বিরক্ত করত। বুধবার তাকে ধরতে ডিবি পুলিশ এলে তাদের হাত থেকে রক্ষা পেতে আমজাদ নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনায় দায়ীদের বিচার চাইছেন এই বাবা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন কালবেলাকে বলেন, আমজাদ হোসেনের খোঁজে তুরাগ নদে উদ্ধার তৎপরতা চালায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে তার লাশ মেলে। পুলিশ ঘটনা তদন্ত করছে।