ডিসেম্বরে ইরাকে ৩৫টির বেশি ভূমিকম্প

ইরাকে গত ডিসেম্বরে মোট ৩৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া ও ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, এসব ভূমিকম্পের বেশিরভাগই ইরাকের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ঘটেছে। খবর শাফাক নিউজ। সংস্থাটির ভূকম্পন পর্যবেক্ষণ বিভাগের পরিচালক আলী আবদুল খালিক জানান, এর মধ্যে ১৬টি ভূমিকম্প ইরাকের ভেতরে এবং ২২টি সীমান্তের কাছাকাছি পার্শ্ববর্তী দেশগুলোতে ঘটেছে। সীমান্তবর্তী ভূমিকম্পগুলোর মধ্যে ১১টি ইরানে, ১০টি তুরস্কে এবং একটি সিরিয়ায় রেকর্ড করা হয়েছে। এসব কম্পনের মাত্রা ছিল ১ দশমিক ১ থেকে ৪ দশমিক ৫ এর মধ্যে। ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ৯ থেকে ৩৯ কিলোমিটার। ইরাকের ভেতরে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে দিয়ালা ও নিনেভে প্রদেশে—প্রতিটিতে চারটি করে। সুলাইমানিয়া ও এরবিলে তিনটি করে এবং কিরকুকে দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। আলী আবদুল খালিক বলেন, ইরাকের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কোনো ভূমিকম্প হয়নি। এর কারণ হিসেবে তিনি আরবীয় টেকটোনিক প্লেটের গতিবিধি উল্লেখ করেন, যার ফলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেশি। তিনি আরও জানান, ডিসেম্বরে এসব ভূমিকম্পে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি

ডিসেম্বরে ইরাকে ৩৫টির বেশি ভূমিকম্প
ইরাকে গত ডিসেম্বরে মোট ৩৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া ও ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, এসব ভূমিকম্পের বেশিরভাগই ইরাকের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ঘটেছে। খবর শাফাক নিউজ। সংস্থাটির ভূকম্পন পর্যবেক্ষণ বিভাগের পরিচালক আলী আবদুল খালিক জানান, এর মধ্যে ১৬টি ভূমিকম্প ইরাকের ভেতরে এবং ২২টি সীমান্তের কাছাকাছি পার্শ্ববর্তী দেশগুলোতে ঘটেছে। সীমান্তবর্তী ভূমিকম্পগুলোর মধ্যে ১১টি ইরানে, ১০টি তুরস্কে এবং একটি সিরিয়ায় রেকর্ড করা হয়েছে। এসব কম্পনের মাত্রা ছিল ১ দশমিক ১ থেকে ৪ দশমিক ৫ এর মধ্যে। ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ৯ থেকে ৩৯ কিলোমিটার। ইরাকের ভেতরে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে দিয়ালা ও নিনেভে প্রদেশে—প্রতিটিতে চারটি করে। সুলাইমানিয়া ও এরবিলে তিনটি করে এবং কিরকুকে দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। আলী আবদুল খালিক বলেন, ইরাকের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কোনো ভূমিকম্প হয়নি। এর কারণ হিসেবে তিনি আরবীয় টেকটোনিক প্লেটের গতিবিধি উল্লেখ করেন, যার ফলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেশি। তিনি আরও জানান, ডিসেম্বরে এসব ভূমিকম্পে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো জরুরি সতর্কতাও জারি করতে হয়নি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow