ডুয়া লিপার কণ্ঠে শাহরুখের গান
পূর্বের ঘোষণা অনুযায়ী ৩০ নভেম্বর ভারতের মুম্বাইয়ে ছিল ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার কনসার্ট। এদিন কনসার্টে বসেছিল তারার হাট। দর্শক সারিতে ছিল বলিউডের একঝাঁক তারকা। এদিন সবাইকে চমকে দিয়ে এই গায়িকা বলিউড বাদশাহ শাহরুখ খানের সিনেমার গান গেয়ে মুগ্ধতা ছড়ালেন। খবর : মিন্ট
ব্রিটিশ এই গায়িকার কনসার্টে আম্বানি পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এদিন।
জোম্যাটো ফিডিং ইন্ডিয়া শিরোনামের এই কনসার্টে ডুয়া লিপা তার ‘লেভিটেটিং’ গানটির সঙ্গে শাহরুখ খানের বাদশা সিনেমার ‘ও লাড়কি জো’ গানটির ম্যাশাপ করে গান। এ সময় উপস্থিত সবাই অবাক হয়ে চিৎকার করতে থাকেন। যা ভিডিও ইতোমধ্যেই ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছে।
ডুয়া লিপা বিশ্বব্যাপী জনপ্রিয় এক নাম। সারা বিশ্বে অগণিত ভক্ত-অনুরাগী রয়েছে এই গায়িকার। ভারতেও রয়েছে বিশাল ভক্তকুল। তাই ভারতে কনসার্ট করা পছন্দের তালিকায় থাকে গায়িকার।