ডেঙ্গুজ্বরে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩

2 months ago 36

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৮৩ জন।

সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ৬ জনের ঢাকা বিভাগে ৩ জন (ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে ১ জন করে) চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন মোট ৪২১ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৬৮ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৮ জন, যার মধ্যে ঢাকার বাইরে ২ হাজার ৩৫৫ জন।

Read Entire Article