ডেমরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

2 hours ago 5

রাজধানীর ডেমরায় জান্নাতি (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা রাত সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

জান্নাতির শ্বশুর কামাল বলেন, পাঁচ মাস আগে আমার ছেলে নাজমুল জান্নাতিকে বিয়ে করে। আজ (সোমবার) তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তাদের কথা কাটাকাটি এক পর্যায়ে জান্নাতি আমার ছেলের ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। আমরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তাদের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত করেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এস আই) সোহেল বলেন, আমরা খবর পেয়ে জান্নাতি নামের এক গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/এমআইএইচএস/এমএস

Read Entire Article