মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপের মত তারকাদের দিয়েও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি পিএসজি। অথচ, এই তিন তারকাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগটা জয় করে ফেললো প্যারিসের ক্লাবটি। কিভাবে? উসমান ডেম্বেলের মত এক ফুটবল জাদুকরের পাঁয়ের ছোঁয়ায়।
এক সময় মেসি-নেইমারের সতীর্থ ছিলেন ডেম্বেলে। বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন। পিএসজিতেও সতীর্থ ছিলেন। তবে তিন তারকা ফুটবলারের ছায়ায় খেলতে হয়েছে তাকে। অবশেষে তাদের ছায়া থেকে বের হয়েই নিজের জাত চেনালেন ফরাসী এই তারকা।

আগামী ব্যালন ডি’অর কে জিতবেন? এই প্রশ্নের বড় জবাব হয়ে সামনে এসেছে উসমান ডেম্বেলের নাম। ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম মনে করেন ডেম্বেলেই একমাত্র যোগ্য দাবিদার ব্যালন ডি’অরের। তার মতে, সদ্য শেষ হওয়া মৌসুমে অসাধারণ পারফরম্যান্স ডেম্বেলেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে এগিয়ে রেখেছে।
এই মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ডেম্বেলে। ফ্রেঞ্চ লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ- পিএসজির ঐতিহাসিক ট্রেবল জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন ৮টি এবং ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ৫-০ গোলের জয়ে দুটি অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে পুরো মৌসুমে করেছেন ৩৩ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৫টি। এ পারফরম্যান্সের জন্য তাকে চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় হিসেবেও নির্বাচিত করা হয়েছে।
উয়েফা নেশন্স লিগ সেমিফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগ মুহূর্তে সংবাদ সম্মেলনে দিদিয়ের দেশম বলেন, ‘অবশ্যই আমি উসমানের পক্ষে। ফ্রান্স এবং ক্লাব- সব ক্ষেত্রেই এই মৌসুমে তার পারফরম্যান্স অসাধারণ। আমি বলবো, উসমানই এই পুরস্কারের জন্য শতভাগ যোগ্য।’ তিনি আরও উল্লেখ করেন, আসন্ন উয়েফা নেশনস লিগ এবং ফিফা ক্লাব বিশ্বকাপও ডেম্বেলের ব্যালন ডি’অর জয়ের দাবিকে আরও শক্তিশালী করতে পারে।
তবে, ডেম্বেলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন বার্সেলোনার ১৭ বছর বয়সী তরুণ তারকা লামিনে ইয়ামাল। ইয়ামাল এই মৌসুমে লা লিগা, কোপা ডেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয় করেছেন। ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে দুটি দুর্দান্ত ম্যাচ খেলে সবার নজর কেড়েছেন।
দেশম ইয়ামালের প্রশংসা করলেও ডেম্বেলের পক্ষে তার সমর্থনে অটল। তিনি বলেন, ‘ইয়ামাল একজন অসাধারণ প্রতিভা, কিন্তু উসমানের এই মৌসুমের পারফরম্যান্স তাকে ব্যালন ডি'অরের জন্য আদর্শ প্রার্থী করে তুলেছে।’
উল্লেখ্য, ব্যালন ডি'অর পুরস্কার ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর প্যারিসে ঘোষণা করা হবে। ফুটবল বিশ্ব এখন অপেক্ষায় আছে, দেখার জন্য কে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে নেয়।
আইএইচএস/

 4 months ago
                        124
                        4 months ago
                        124
                    








 English (US)  ·
                        English (US)  ·