ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ সেবা ৫ ঘণ্টা বন্ধ

2 months ago 32

কারিগরি উন্নয়ন কাজের জন্য ৫ ঘণ্টা বন্ধ থাকছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) স্মার্ট প্রিপেইড মিটার রিচার্জ সেবা।

শুক্রবার (২২ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বার্তায় বলা হয়, কারিগরি উন্নয়নের জন্য ডেসকো স্মার্ট প্রিপেইড মিটারগুলোর রিচার্জ সেবা শুক্রবার রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

যেসব মিটারে নম্বরের শুরুতে ‘০৬৬’ বা ‘৬৬’ রয়েছে শুধু সেসব মিটারেই রিচার্জ বন্ধ থাকবে।

এনএস/এমআরএম

Read Entire Article