ড্রোন হামলায় ২ সাংবাদিক নিহত

3 weeks ago 16

 

সিরিয়ার উত্তরাঞ্চলে ড্রোন হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সিবিএস নিউজ এ তথ্য জানায়। 

তুরস্কের সাংবাদিক অ্যাসোসিয়েশন বলছে, তুর্কি-সমর্থিত যোদ্ধা ও সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের মধ্যে লড়াইয়ের সংবাদ সংগ্রহের সময় উত্তর সিরিয়ায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। তারা কুর্দি মিডিয়া আউটলেটের হয়ে কাজ করছিলেন।

তুরস্কভিত্তিক ডিকল-ফিরাত সাংবাদিক সমিতি শুক্রবার বলেছে, বৃহস্পতিবার নাজিম দাস্তান এবং সিহান বিলগিন নিহত হন। তিশরিন বাঁধের কাছে একটি রাস্তায় তুর্কি ড্রোন তাদের বহনকারী গাড়িটিতে হামলা করলে এ হতাহতের ঘটনা ঘটে। 

আলেপ্পোর প্রায় ৫৬ মাইল পূর্বে অবস্থিত তিশরিন বাঁধে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স-এসডিএফ এবং তুরস্ক-সমর্থিত বাহিনীর মধ্যে যুদ্ধ হচ্ছিল।

এ বিষয়ে তুর্কি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিয়ানেট নামে মানবাধিকার ইস্যুতে নিবেদিত একটি নিউজ ওয়েবসাইট বলছে, বিলগিন ‘কুর্দি হাওয়ার’ নিউজ এজেন্সির একজন রিপোর্টার ছিলেন।

অপরদিকে দাস্তান কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-পিকেকে সমর্থিত ফিরাত নিউজ এজেন্সির ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন।

তুরস্ক এসডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। কারণ এটি পিকেকের সাথে যুক্ত একটি গোষ্ঠী।

Read Entire Article