ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে অবৈধ থ্রি হুইলার, রিকশা, ভ্যান চলাচলের কারণে ঝুঁকিতে রয়েছে। এতে করে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য থ্রি হুইলার, রিকশা ও ভ্যান। এতে মহাসড়কে চলাচলকারী আঞ্চলিক ও আন্তঃজেলা পরিবহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। মহাসড়কের এ অংশে দেখা যায়নি পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে।

একাধিক পরিবহন চালক ও শ্রমিক জানান, ঈদের সময় বাস ও দূরপাল্লার গাড়ি চলাচল বেড়ে যায়। এসময় এসব থ্রি হুইলার, রিকশা ও ভ্যানের কারণে বড় গাড়ি চালাতে অনেক কষ্ট হয়।
এ বিষয়ে বরঙ্গাইল হাইওয়ে থানার পরিদর্শক বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিনদিন আগে থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। মহাসড়কে এসব অবৈধ যান চলাচল বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি এবং জরিমানা করি।’
মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, ‘মহাসড়কের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। ছোট গাড়িগুলোকে আঞ্চলিক সড়কে চলাচলের জন্য আমরা উৎসাহিত করছি।’
মো. সজল আলী/আরএইচ/জিকেএস

4 months ago
65









English (US) ·