ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ এর চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন। এর ফলে মিরপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং নিউমার্কেটসহ আশপাশের এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।  এতে বিপাকে পড়েছেন কর্মস্থলে যাওয়ার মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা মিরপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে আজিমপুর মোড় ঘুরে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনা হলেও অধ্যাদেশ জারির বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ এর চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন। এর ফলে মিরপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং নিউমার্কেটসহ আশপাশের এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

এতে বিপাকে পড়েছেন কর্মস্থলে যাওয়ার মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা মিরপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে আজিমপুর মোড় ঘুরে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনা হলেও অধ্যাদেশ জারির বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow