ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

3 months ago 35

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশনের সঙ্গে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৫টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধের মাধ্যমে ব্লকেড কর্মসূচি শুরু করেন তারা। 

এর আগে সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টা থেকে আমরণ অনশন কর্মসূচিতে বসেন আন্দোলনকারী ১২ শিক্ষার্থী। অনশনকারী একাধিক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

অনশনে বসা শিক্ষার্থীরা জানান, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেননি। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে মামলা ও জিডি করেছেন। তিনি ভিসি থাকার সব নৈতিকতা হারিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাদের এক দফা দাবি মেনে নিতে হবে। দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে এসেছি। কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করেনি। আমাদের ১২ জন ভাই অনশন কর্মসূচিতে বসেছে। এর মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়েছে। অনশন করার পরেও সংশ্লিষ্ট কেউ কোনো পদক্ষেপ না নেওয়ায় এখন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন শুরু করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, ২৮ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি পূরণ না হওয়ায় তারা উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করা হয়েছে।

Read Entire Article