ঢাকা-খুলনা নতুন রুটে যাত্রীবাহী ট্রেন চলবে ২৪ ডিসেম্বর
ঢাকা থেকে খুলনা ও বেনাপোলে রুটে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। এর মধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর-খুলনা-বেনাপোল সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচলের দ্বার খুলবে।
বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কার্যালয় থেকে উপপরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক মো. মামুনুল ইসলাম।
মামুনুল হক বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার পর থেকেই আমাদের প্রস্তুতি ছিল। কিছু জটিলতা ছিল, সেগুলো দূর হয়েছে। নতুন রুটটি খুলনা থেকে যাত্রা শুরু করে যশোরের সিঙ্গিয়া থেকে নড়াইল হয়ে মধুমতি সেতু পার হয়ে গোপালগঞ্জের কাশিয়ানি, সেখান থেকে ফরিদপুরের ভাঙা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় যাবে। ট্রেনটি পরবর্তীতে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোলে যাবে। একইভাবে বেনাপোল থেকে ঢাকা ও বিকেলে ঢাকা থেকে খুলনায় ফিরবে। খুলনা থেকে ঢাকা পর্যন্ত এবং বেনাপোল থেকে ঢাকায় পৌঁছাতে সময় লাগেবে সাড়ে তিন থেকে চার ঘণ্টা। সুন্দরবন এক্সপ্রেসে যেখানে ৩৭৬ কিলোমিটার দূরত্ব ছিল, সেখানে নতুন এ রুটের দূরত্ব হবে ২০৮ কিলোমিটার।
তিনি বলেন, আমাদের সারা দেশেই রেল চালানোর চাহিদা আছে। এ কারণে সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস আগে যেভাবে ঢাকায় যেতো সেভাবেই আগের মতো ট্রেন দুটি ঢাকায় যাতায়াত করবে।
এদিকে খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, আগামী ২৪ ডিসেম্বর থেকে নতুন রুটে ট্রেন চলবে বলে আমরা জানতে পেরেছি। যাত্রীদের মধ্যে নতুন এই ট্রেন নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে লোকবল নিয়োগ ও অন্যান্য পারিপার্শ্বিক বিষয়গুলো সম্পন্ন করা হয়েছে।