ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

2 months ago 7
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (২৪ জুন) মহাসড়কের কাঁচপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা।  এতে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের আশ্বস্ত করলে তারা সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।  শ্রমিকরা বলছেন, আজকের মধ্যে সকল বেকেয়া পরিশোধ এবং নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই করাসহ ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেওয়ার হুমকি দিলে আবারও আমরা রাস্তায় নামতে বাধ্য হব।  কারখানার উপমহাব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান, বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছে।  কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, মালিকপক্ষের কথা বলে শ্রমিকদের আশ্বস্ত করলে শ্রমিকরা তা মেনে মহাসড়ক থেকে সরে যায়, যান চলাচল স্বাভাবিক হয়।
Read Entire Article