যানবাহনের কিছুটা চাপ থাকলেও যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। মহাসড়কের মিরসরাই উপজেলার ধুমঘাট থেকে সিটি গেট পর্যন্ত ৬০ কিলোমিটারে এ চিত্র দেখা গেছে।
বুধবার (৪ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মহাসড়কে যাত্রী নিয়ে চলাচল করছে নানা ধরনের যানবাহন। ঢাকামুখী লেনে গাড়ির চাপ তুলনামূলক বেশি। উভয় লেনে পণ্যবাহী যানবাহনের চলাচল কমেছে।

যানবাহনের চাপ বাড়ার কারণে প্রায় যানজট দেখা দেয় মহাসড়কের মিরসরাই-সীতাকুণ্ডের নানা স্থানে। তবে মহাসড়কের বারইয়ারহাট, মস্তাননগর, মিরসরাই সদর, বড়তাকিয়া, নিজামপুর কলেজ, বড়দারোগাহাট, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরাসহ নানা এলাকা ঘুরে কোথাও যানজট দেখা যায়নি।
মহাসড়কে কথা হয় হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। তিনি বলেন, ‘মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে হাইওয়ে পুলিশ। ঈদ পরবর্তী তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান, লরি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে জরুরি খাদ্য, ওষুধ ও রপ্তানিযোগ্য পণ্য পরিবহনে নিয়োজিত গাড়ি চলাচল করছে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মহাসড়কে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ রাত-দিন পরিশ্রম করছে। মহাসড়কের বিভিন্ন অংশে পালাক্রমে দায়িত্ব পালন করে যাচ্ছেন।’
এম মাঈন উদ্দিন/আরএইচ/জিকেএস

4 months ago
12









English (US) ·