ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীর চাপ থাকলেও নেই যানজট

3 months ago 66

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও ছুটে চলছে মানুষ। ফলে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ও যাত্রীর চাপ রয়েছে। তবে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কোথাও কোনো যানজট দেখা যায়নি।

শুক্রবার (৬ জুন) সকালে মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল মোড় ও কাঁচপুর ঘুরে এমন দৃশ্য চোখ পড়ে।

সরেজমিনে দেখা যায়, গত তিনদিনের মতো আজও যানবাহনের চাপ রয়েছে। একই সঙ্গে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড়।

সিলেট যাবেন আশরাফ আলী নামের এক যাত্রী। তিনি বলেন, গ্রামে কোরবানি দেবো তাই যাচ্ছি। রাস্তা ফাঁকা থাকায় অল্প সময়ের মধ্যে চলে যেতে পারবো।

কুমিল্লায় যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছেন মনিকা বেগম। তিনি বলেন, আমরা প্রতিবছর গ্রামে শ্বশুর বাড়িতে ঈদ করি। আমার স্বামী ছুটি পাওয়ায় আজ যাচ্ছি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীর চাপ থাকলেও নেই যানজট

শিমরাইল মোড়ে সেন্টমার্টিন এক্সপ্রেস পরিবহনের দায়িত্বে থাকা মেদেহী হাসান বলেন, গত দুদিন ধরে যাত্রীর চাপ যাচ্ছে। আজ সকাল থেকেই অনেক ভিড়।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনকে একাধিক ফোন দেওয়া সত্ত্বেও তিনি কল রিসিভ করেনি।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমাদের টিম সড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে। মানুষের ভোগান্তি পোহাতে হয়নি। আশাবাদী যে, আজও নির্বিঘ্নে গন্তব্য পৌঁছাতে পারবের তারা।

মো. আকাশ/জেডএইচ/এএসএম

Read Entire Article