ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই

3 months ago 9

রাত পোহালেই ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ে গ্রামে ছুটে যাচ্ছেন নারায়ণগঞ্জের অসংখ্য মানুষ। ফলে শুক্রবার (৬ জুন) বিকেল-সন্ধ্যায়ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কোথাও যানজট সৃষ্টি হতে দেখা যায়নি।

শুক্রবার সন্ধ্যায় ৭টায় মহাসড়কের শিমরাইল মোড় ঘুরে দেখা যায়, গত তিনদিনের মতো আজও মহাসড়কে যানবাহন বাড়তি রয়েছে। সকাল পর্যন্ত ঘরমুখো যাত্রীর উপচে পড়া ভিড় থাকলেও বিকেলের পর চাপ অনেকটা কমেছে।

এদিকে মানুষের জানমাল নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়াতে হাইওয়ে পুলিশকে তৎপর থাকতে দেখা গিয়েছে।

ফেনীর উদ্দেশ্যে যাত্রা করা মারুফ মিয়া নামের এক যাত্রী বলেন, গতকাল ছুটি পেলেও কিছু কাজ থাকায় আজ গ্রামে যাচ্ছি। মহাসড়ক ফাঁকা থাকায় অল্প সময়ের মধ্যে চলে যেতে পারবো বলে আশাবাদী

শিমরাইল মোড় বাসস্ট্যান্ডের সেন্টমার্টিন এক্সপ্রেস বাসের দায়িত্বে থাকা মেদেহী হাসান বলেন, এখন যাত্রীর চাপ কমেছে। আজ সকাল পর্যন্ত যাবত যাত্রীর অনেক চাপ ছিল।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জাগো নিউজকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমাদের অংশে এবার কোনো যানজটের কবলে পড়তে হয়নি যাত্রীদের। গাড়ির চাপ থাকলেও যানচলাচল স্বাভাবিক রয়েছে। আমাদের টিম সড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে। মানুষ আজও নির্বিঘ্নে গন্তব্য পৌঁছাতে পারবে।

মো. আকাশ/এমএন/জেআইএম

Read Entire Article