ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ গরু ও ২ লাখ টাকা লুট

2 weeks ago 7

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গরুবাহী একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১৯টি গরু ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

ঘটনার পর মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে গরুর মালিক মিজানুর রহমান বাবলু বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি ডাকাতি মামলা করেন।

জানা গেছে, সোমবার বিকালে নড়াইলের ভাঙ্গুড়া বাজার থেকে কুমিল্লার চৌয়াড়া বাজারগামী গরুবাহী একটি ট্রাক দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের রায়পুর এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা গাড়ি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এক পর্যায়ে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ট্রাক থামিয়ে গরুর মালিক, চালক ও হেলপারসহ ছয়জনকে একটি মাইক্রোবাস ও প্রাইভেটকারে তুলে নেয়। পরে ভুক্তভোগীদের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা বাজার এলাকায় হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে যায়। ট্রাক ও গরু নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। 

ছিনতাই গরুর মালিকরা হলেন- টাঙ্গাইলের মধুপুর উপজেলার সুরুজ মিয়া (৫০) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিজানুর রহমান বাবলু (৪৫)।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ‘ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং ট্রাক ও গরু উদ্ধারে অভিযান চলছে।’

Read Entire Article