ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মহাসচিব আফসারুল আরিফিন মারা গেছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের পক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি আশরাফ আহমেদ ডিসিসিআই মহাসচিবের এই অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মৃত্যুকালে আরিফিনের বয়স ছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে বাণিজ্য সংগঠনে কাজ করার অভিজ্ঞতা ছিল তার।