ঢাকায় শুরু হলো ‘ঢাকা জেলা প্রশাসন কাবাডি প্রতিযোগিতা’ ও ‘ঢাকা জেলা প্রশাসন ভলিবল প্রতিযোগিতা’। প্রতিযোগিতা দুটির আনুষ্ঠানিক উদ্বোধনও হলো আজ (রোববার)।
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ের খেলায় আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন, কবুতর উড়িয়ে প্রতিযোগিতা দুটির উদ্বোধন করেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট তানভীর আহমেদ।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব, ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ‘তারুণের এ আয়োজন তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার অন্বেষণ ও বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া মোবাইলে আসক্তি, মাদক, সন্ত্রাসী কার্যক্রম থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এ ধরণের আয়োজন অব্যহত রাখার প্রত্যাশার কথা জানান।
উপজেলা পর্যায়ে জেলা প্রশাসন কাবাডি প্রতিযোগিতা ১৮-২২ অক্টোবর পর্যন্ত এবং জেলা পর্যায়ে সমাপনী ও পুরস্কার প্রদান আগামী ২৫ অক্টোবর, ২০২৫ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
একই সাথে জেলা প্রশাসন ভলিবল প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ে ১৮-২৫ অক্টোবর এবং জেলা পর্যায়ে প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার প্রদান আগামী ০১ নভেম্বর ২০২৫ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।
আইএইচএস/