ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিপন রিমান্ডে 

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।  বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এ আদেশ দেন।  এর আগে গত ২০ জানুয়ারি তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. রাসেল সরদার।  ওইদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত।   এদিন কামরুলের পক্ষে আইনজীবী ওবাইদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালড তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।  এর আগে গত ১৯ জানুয়ারি রাত আড়াইটার দিকে সাধারণ জনগণ তাকে আটক করে ভাটারা থানায় সোপর্দ করে। মামলার অভিযোগ জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে ছাত্র-জনতা শাহবাগের উদ্দেশে মিছিল বের করে। মিছিলটি যাত্রাবাড়ী থানাধীন এলাকায় পৌঁছলে অতর্কিত হামলা হয়। এ সময় দীন ইসলামের শরীরের বি

ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিপন রিমান্ডে 


জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এ আদেশ দেন। 

এর আগে গত ২০ জানুয়ারি তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. রাসেল সরদার।  ওইদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত।  

এদিন কামরুলের পক্ষে আইনজীবী ওবাইদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালড তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে গত ১৯ জানুয়ারি রাত আড়াইটার দিকে সাধারণ জনগণ তাকে আটক করে ভাটারা থানায় সোপর্দ করে।

মামলার অভিযোগ জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে ছাত্র-জনতা শাহবাগের উদ্দেশে মিছিল বের করে। মিছিলটি যাত্রাবাড়ী থানাধীন এলাকায় পৌঁছলে অতর্কিত হামলা হয়। এ সময় দীন ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ছিটা গুলি লাগে ও তার শরীরের বিভিন্ন স্থানে পাঁচ রাউন্ড গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে নিহত হন। এ ঘটনায় গত বছরের ২০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow