ঢাকা পলিটেকনিক ও বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

2 hours ago 7

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। রাত সোয়া ১টার দিকেও থেমে থেমে সংঘর্ষ চলছে। 

এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

ঠিক কী কারণে সংঘর্ষ হচ্ছে, সেটি এখনও স্পষ্ট নয়। সংঘর্ষের সময় অনেককে লাঠিসোটা হাতে দেখা গেছে। কারও কারও মাথায় ছিল হেলমেট।

এদিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের এক পাশের অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এ ছাড়া রোববার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর প্রায় ৩৫টি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফটক অবরোধ ও ভাঙচুর করে। একপর্যায়ে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। 

Read Entire Article