ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষ

4 hours ago 5
মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ডাসার উপজেলার ম্যালকাই নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ইমরান পরিবহনের যাত্রীবাহী একটি বাস। মাঝপথে উপজেলার ম্যালকাই এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হলে ২০ মিনিট পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে হাইওয়ে পুলিশ। মস্তফাপুর হাইওয়ে থানার এসআই মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে কালবেলাকে বলেন, যানচলাচল বন্ধ হলে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানচলাচল স্বাভাবিক করে দেই।
Read Entire Article