ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা মাঠের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ ফরিদ আহমেদ জানান, খবর পেয়ে ঢাবির শারীরিক শিক্ষা মাঠের ভেতরে ওয়ালের পাশ থেকে ময়লা কাপড় ও পলিথিন ব্যাগের মধ্যে মোড়ানো একটি বাজারের ব্যাগের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের ধারণা কেউ একজন এই মেয়ে নবজাতককে বাজারের ব্যাগে করে সবার অজান্তে ফেলে রেখে যায়। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।
কাজী আল-আমিন/এমআইএইচএস/জিকেএস