ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ মর্যাদা (স্পেশাল স্ট্যাটাস) পেতে প্রযোজ্য বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ করার লক্ষ্যে উপাচার্যের নির্দেশনা অনুযায়ী পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান।
- আরও পড়ুন
- ফেব্রুয়ারিতে হতে পারে ডাকসু নির্বাচন
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ও এর পরবর্তীকালের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামসহ ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নবজাগরণের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবময় ভূমিকা। এ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব গৌরবময় অবদান চিহ্নিত করে বিশেষ মর্যাদা প্রাপ্তির জন্য সুপারিশ করবে।
এমএইচএ/এমকেআর/এএসএম