ঢাকা মেইলের সাংবাদিক কাজী রফিক আর নেই

16 hours ago 5

ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক কাজী রফিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর কারণ হিসেবে কার্ডিক অ্যারেস্টের কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, কাজী রফিক ২০১৭ সালে সাংবাদিকতা শুরু করেন। ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমে তার সাংবাদিকতার হাতেখড়ি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দেন। 

Read Entire Article