জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির গ্রুপ পর্বে ৭ ম্যাচের একটিতেও হারেনি ঢাকা মেট্রো। সবগুলো জিতে কোয়ালিফায়ারে উঠে এসেই হোঁচটটা খেলো তারা। প্রথম কোয়ালিফায়ারে রংপুর বিভাগের কাছে হেরে গেলো ৪ উইকেটের ব্যবধানে। ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনালে নাম লিখে ফেললো রংপুর বিভাগ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ারে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৭ রান করে ঢাকা মেট্রো। মামুলি এই লক্ষ্য পার হতে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে রংপুরের বিভাগকে। ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা।
জয়ের লক্ষ্য রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩০ রান যোগ করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ আল মামুন। দু’জনই করেন সমান ১৭ রান করে। পাওয়ার প্লে শেষে সপ্তম ওভারে রিজওয়ানকে ফিরিয়ে ঢাকা মেট্রোকে ব্রেকথ্রু এনে দেন শহীদুল ইসলাম। পরের ওভারে মামুনকে ফিরিয়ে দেন আবু হায়দার রনি।
দশম ওভারে অধিনায়ক আকবর আলী আউট হয়ে যান। ফলে চাপে পড়ে রংপুর। যদিও একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তানভীর হায়দার। ২৬ বলে ২২ রান করেন তিনি। এছাড়া ২০ বলে ১ চার ও ২ ছক্কায় ২২ রান করন আরিফুল হক। নাঈম ইসলাম খেলেন ১৬ রানের ইনিংস। ঢাকা মেট্রোর হয়ে শহীদুল দুটি, আলিস ইসলাম ও রনি শিকার করেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই রবিউল হকের বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো। ৬৬ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট।
ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি তারা। দলের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৩০ রান করেন ইমরানুজ্জামান। এছাড়া ২৪ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আমিনুল ইসলাম। ঢাকা মেট্রোর হয়ে ১৯ রানে ৩ উইকেট শিকার করেন রবিউল। ২৫ রানে ২ উইকেট নেন আলাউদ্দিন বাবু।
হেরে গেলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাচ্ছে ঢাকা মেট্রো। দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল খুলনার মুখোমুখি হবে তারা।
আইএইচএস/