ঢাকা-সিলেট মহাসড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট

2 months ago 7

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আশুগঞ্জ গোলচত্বর থেকে শুরু হয়ে সরাইল উপজেলার বেড়তলা, শান্তিনগর, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড় হয়ে বাড়িউরা পর্যন্ত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়রা বলছেন, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ক উন্নীতকরণ কাজ চলছে। এই কাজ ২০১৭ সাল থেকে শুরু হলেও ধীরগতিতে চলছে। ৫ আগস্টের পর প্রায় তিন মাস বন্ধ ছিল কাজ। পরবর্তীতে তা শুরু হলেও ধীরগতি। এ কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন ধীরগতিতে চালাতে হয়। এতে প্রতিদিনই সেখানে যানজট লেগে থাকে।

এ অবস্থায় সরাইল থানার পুলিশ এবং হাইওয়ে থানার পুলিশ ইট-বালি দিয়ে গর্ত ভরাট করে যান চলাচল স্বাভাবিক করে। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে আবার সেখানে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ধীরে যান চলাচলের কারণে বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কটিতে ১৫ কিলোমিটার অংশজুড়ে যানজট ছড়িয়ে যায়। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, টানা বৃষ্টিতে বিশ্বরোড মোড় থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। লোকাল বাসগুলো কোনো নিয়ম মানছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি।

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/এএসএম

Read Entire Article