ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

3 hours ago 3

প্রথমবারের মতো আয়োজিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সমাপনী হচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষার মাধ্যমে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হচ্ছে চার বছর মেয়াদি অনার্স কোর্সের ভর্তি পরীক্ষা।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ব্যবসায় শিক্ষা অনুষদে ১ হাজার ৮৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ১৭ হাজার ৫০৫ শিক্ষার্থী। ফলে প্রতিটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন গড়ে প্রায় ৯ জন। এ ইউনিটের জন্য প্রবেশপত্র ডাউনলোড করেছেন ১৬ হাজার ৮১৩ পরীক্ষার্থী।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস বলেন, পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে নিকটস্থ থানার সঙ্গে সমন্বয় করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, প্রথমবারের মতো আয়োজিত এই ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হবে।

ইউজিসি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন জানান, প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণা করা হবে এবং এটি একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে।

পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। বাংলা ও ইংরেজি বিষয় থেকে ৫০ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হয়েছে। এছাড়া মেধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অতিরিক্ত ২০ নম্বর বিবেচনা করা হবে।

ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল টিম। পরীক্ষার ফলাফল ২ থেকে ৩ দিনের মধ্যে অনলাইনে প্রকাশ করা হবে।

ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনুষ্ঠিত হচ্ছে এই ভর্তি পরীক্ষা। এই সাতটি কলেজের অভ্যন্তরে নির্ধারিত কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

Read Entire Article