ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর গত শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হয়েছেন। এরপর থেকেই বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছিলেন। দল জানায়, তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। আজ একই দিনে বগুড়া-৬ আসন থেকেও তার মনোনয়নপত্র জমা দেওয়া হবে। ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী ও বারিধারা-র মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর গত শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হয়েছেন। এরপর থেকেই বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছিলেন।
দল জানায়, তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। আজ একই দিনে বগুড়া-৬ আসন থেকেও তার মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী ও বারিধারা-র মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত।
What's Your Reaction?