ঢাকা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রবিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। সোমবার (২৯ ডিসেম্বর) সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় রবিন বলেন, আমার এলাকার মানুষ সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন। তারা আমাকে সহযোগিতা করেছেন, সাহস দিয়েছেন এবং এলাকার মানুষের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আমি ভালোভাবে জানি। আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। আমার বাবা এই এলাকার সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এই এলাকার যত উন্নয়ন হয়েছে যত শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, রাস্তা-ঘাট সবই বিএনপির আমলে হয়েছে। ব্যাপক উন্নয়ন ঘটেছে বিএনপির আমলে। তিনি বলেন, বিগত বছরগুলোতে একেবারেই কিছু হয়নি। তাই মানুষ এখন তারা আশা করছে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার মানুষের প্রতি দায়বদ্ধ থাকবে, তাদের কর্মকাণ্ডে দুর্নীতিমুক্তি ও স্বচ্ছতা নিশ্চিত হবে। রবিন বলেন, মানুষের ভালোবাসায় আমি যদি নির্বাচিত হই। নির্বাচনের ঠ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
সোমবার (২৯ ডিসেম্বর) সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় রবিন বলেন, আমার এলাকার মানুষ সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন। তারা আমাকে সহযোগিতা করেছেন, সাহস দিয়েছেন এবং এলাকার মানুষের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আমি ভালোভাবে জানি। আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। আমার বাবা এই এলাকার সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এই এলাকার যত উন্নয়ন হয়েছে যত শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, রাস্তা-ঘাট সবই বিএনপির আমলে হয়েছে। ব্যাপক উন্নয়ন ঘটেছে বিএনপির আমলে।
তিনি বলেন, বিগত বছরগুলোতে একেবারেই কিছু হয়নি। তাই মানুষ এখন তারা আশা করছে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার মানুষের প্রতি দায়বদ্ধ থাকবে, তাদের কর্মকাণ্ডে দুর্নীতিমুক্তি ও স্বচ্ছতা নিশ্চিত হবে।
রবিন বলেন, মানুষের ভালোবাসায় আমি যদি নির্বাচিত হই। নির্বাচনের ঠিক পরের দিন থেকে আমি এলাকার মানুষের সমস্যা সমাধানে কাজ শুরু করব এবং তাদের প্রত্যাশা পূরণে নিয়োজিত থাকব।
What's Your Reaction?