ঢাকার আদালত থেকে পালিয়ে গেলেন ডাকাতি মামলার আসামি

2 months ago 33

কারাগারে পাঠানোর আদেশ শুনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতিরঝিল থানার ডাকাতির মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ (২৮) পুলিশের হাত থেকে পালিয়ে গেছেন।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত এ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) তারেক জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এদিন সন্ধ্যায় হাতিরঝিল থানার ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি আরিফকে ১ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদন আমলে নিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পুলিশের হাত থেকে পালিয়ে যান তিনি। এসময় আসামির দায়িত্বে ছিলেন পুলিশ কনেস্টবল সিরাজ ও কাজল।

পালিয়ে যাওয়া আসামি আরিফকে গ্রেপ্তারের জন্য অভিযানে নেমেছে পুলিশ। এ ঘটনায় আসামির বিরুদ্ধে মামলার পাশাপাশি দায়িত্বে থাকা পুলিশ সদস্য সিরাজ ও কাজলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলমান বলেও জানা যায়।

Read Entire Article