ঢাকার বায়ু আজ যাদের জন্য অস্বাস্থ্যকর

2 months ago 40

ঈদের ছুটি চলছে। বন্ধ স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সড়কে গাড়ি চলাচলও কম। তারপরও বায়ুদূষণের সূচকে শীর্ষ পাঁচে রয়েছে রাজধানী ঢাকা।

মঙ্গলবার (১০ জুন)) বেলা ১১টা ৪০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

দূষণ তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার কামপালা। এই শহরের দূষণ স্কোর ১৭২ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বায়ু। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ১৬৫ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বাতাসও। এরপর রয়েছে কুয়েতের কুয়েত সিটি, তারপর রয়েছে ভারতের আরেক শহর কলকাতা।

আরও পড়ুন:

পঞ্চম অবস্থানে থাকা ঢাকার দূষণ স্কোর ১৩৪ অর্থাৎ সেখানকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসএনআর/জেআইএম

Read Entire Article