ঢাকার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

1 day ago 5

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সন্ধ্যা ৬টা হতে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

বুধবার (২ এপ্রিল) তিতাস গ্যাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিতাস জানায়, সাভার ও হেমায়েতপুর এলাকা এবং ঢাকা মহানগরীর আমিনবাজার, মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ (খোলামুড়া হতে কলাতিয়া, হযরতপুর) হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এনএস/জেএইচ/এএসএম

Read Entire Article