ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তি মিয়ানমারে

2 weeks ago 15

রাজধানী ঢাকা, সিলেট ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টার পর এ ভূকম্পন অনুভূত হয়।

বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, বাংলাদেশে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার।

আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, সকাল ১০টা ৩২ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

তিনি জানান, ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থানে এ ভূমিকম্পের উৎপত্তি হয়। এর প্রভাবে ঢাকাসহ বেশ কিছু স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।

এমকেআর/এমএস

Read Entire Article