ঢাকাস্থ আশরাফপুর বাসীর মিলনমেলা অনুষ্ঠিত 

2 weeks ago 11

ঢাকাস্থ আশরাফপুর বাসীর পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী মিলনমেলার পাশাপাশি ছিল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠান।

চাঁদপুর জেলার কচুয়া থানার আশরাফপুর গ্রামবাসীর প্রাণবন্ত এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আমির হোসেন, সাবেক অতিরিক্ত সচিব ডা. সাজেদুল হাসান, দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ, সাংবাদিক শাহজাহান, এইচ এম সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম জামাল, সংগঠনের সদস্য ব্যাংকার জামাল হোসেন, আবুল বাশার মাস্টার ও ডা. রফিকুল ইসলামসহ অনেকে। 

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনির হোসেন প্রধানীয়া। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি বিল্লাল হোসেন তালুকদার, আনোয়ার হোসেন তাবরিজ, কামাল হোসেন, রিপন হোসেন প্রধানীয়া, আজহার মজুমদার, সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী, গিয়াস উদ্দিন নিপু, ইঞ্জিনিয়ার আরিফ হোসেন প্রধানিয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল চৌধুরী রাসেল, অর্থ সম্পাদক কামরুজ্জামান কামরুল, দপ্তর সম্পাদক বাহারুল ইসলাম বাহার, প্রচার প্রকাশণা সম্পাদক আবু সুফিয়ান মজুমদার ফরহাদ, সমাজকল্যাণ সম্পাদক ডা. জাহিদুর রহমান আফছার, সংগঠনের সদস্য বিল্লাল হোসেন তারেক, হাবিবুর রহমান মানিক, শাওন হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ছোটোদের জন্যে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা, গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Read Entire Article