ঢাকায় আজ স্পিনে স্পিনে টক্কর, সিরিজ জিতবে কে?

3 hours ago 4

দ্বিতীয় ওয়ানডেতেই দুই দল মোট ৮জন জেনুইন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল। অকেশনাল স্পিনার ছিল আরও একাধিক। যার ফলে রীতিমত ইতিহাস গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো একটি দল পুরো ৫০ ওভারই বল করিয়েছেন স্পিনারদের দিয়ে। ফলও পেয়েছে ক্যারিবীয়রা। বাংলাদেশকে ২১৩ রানে বেধে রেখে শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচ জিতে নিয়েছে তারা।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আজ। সিরিজ এখন ১-১ সমতায় এবং আজকের ম্যাচেই নির্ধারণ হবে সিরিজ কার? শুধু তাই নয়, দারুণ একটি পরীক্ষাও হবে আজ, কোন দল স্পিনের মায়াজালে টিকে থাকতে পারে বেশি সময়। এক কথায়, যে দল স্পিন ভালো খেলবে, তারাই সিরিজ জিতবে।

দ্বিতীয় ওয়ানডেতে ২১৩ রানের লড়াই শেষে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ এক রানের রোমাঞ্চকর জয় তুলে নেয়। ৯২ ওভার স্পিন বোলিংয়ের পরও কোনো ফল না আসায় বোঝাই যায়, ব্যাটারদের কষ্ট কেমন ছিল।

ওয়েস্ট ইন্ডিজ বরং ঢাকার এই ধীর, ঘূর্ণিপূর্ণ উইকেটকেই আলিঙ্গন করেছে। তারা দ্বিতীয় ম্যাচে পুরো ইনিংসটাই স্পিনারদের দিয়ে করিয়েছে— এক ওভারও পাননি পেসার জাস্টিন গ্রিভস। পার্টটাইম অফস্পিনার আলিক আথানাজে ছিলেন সেরা বোলার, ১০ ওভারে মাত্র ১৪ রানে ২ উইকেট নেন তিনি।

আকিল হোসেইন, রস্টোন চেজ ও খ্যারি পিয়েরেও ভালো স্পেল করেছেন, যদিও গুদাকেশ মোতি শেষদিকে কিছুটা রান দিয়েছেন। তবে ক্যারিবীয়রা আশা করছে, এবার তাদের ব্যাটাররাও একটু বেশি দায়িত্ব নেবে।

বাংলাদেশ দল পুরো ৫০ ওভার স্পিন দিয়ে না করালেও ৪২টি ওভার করিয়েছে স্পিন দিয়ে। একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান ৮ ওভার বল করে দিয়েছেন ৪০ রান। তবে ৫জন স্পিনার ব্যবহার করেছে টাইগাররা। নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তানভির ইসলাম, রিশাদ হোসেন ও সাইফ হাসানকে ব্যবহার করেও ২১৩ রানের মধ্যে বেধে রাখতে পারেনি ক্যারিবীয়দের।

ব্যাটিংয়ে শাই হোপ অর্ধশতক করলেও বাকিদের কেউই ইনিংস বড় করতে পারেননি। আথানাজে ও ব্রেন্ডন কিং থেকে ভালো শুরুর আশা থাকবে, আর হোপের সঙ্গে রাদারফোর্ড ও চেজের দায়িত্ব পড়বে ইনিংস গড়ার। নবাগত অ্যাকিম অগাস্টের সুযোগ থাকবে আরেকবার নিজেকে প্রমাণের।

বাংলাদেশের ব্যাটিং নিয়েও দুশ্চিন্তা আছে। ২১৩ রানের লড়াই মোটামুটি ভালো হলেও ৬২ শতাংশ ডট বল তাদের স্ট্রাইক রেট কমিয়ে দিয়েছে। ওপেনার সৌম্য সরকার দ্বিতীয় ম্যাচে সর্বোচ্চ ৪৬ রান করলেও সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত এখনো বড় ইনিংস খেলতে পারেননি। মাঝের সারিতে কিছু অবদান থাকলেও তা যথেষ্ট নয়। শেষদিকে রিশাদ হোসেনের ছক্কাগুলোই রান বাড়িয়েছে।

বোলিংয়ে বাংলাদেশ কিছুটা ভালো করেছে, তবে টাই ম্যাচে সেই প্রভাব বোঝা যায়নি। এবার দলে কিছু পরিবর্তনও আসতে পারে— তানজিদ হাসান, জাকের আলী অনিক ও শামীম হোসেনের সুযোগ মিলতে পারে একাদশে।

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, আলিক অথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যাকিম অগাস্টে, শেরফানে রাদারফোর্ড, রস্টোন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রিভস, আকিল হোসেইন, খ্যারি পিয়েরে।

উইকেট ও পরিবেশ

শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট যেন এখন এক রকম ধাঁধা—কখনও টার্ন, কখনও বাউন্স, আবার কখনও ধীর গতি। আইসিসি ম্যাচ রিপোর্টে এই উইকেট নিয়ে কী লেখা হয়, সেটাই এখন দেখার বিষয়।

আইএইচএস/

Read Entire Article