ঢাকায় এইচআরসি মিশন অফিস চালুর বিষয় খসড়া পর্যায়ে

2 months ago 7

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (এইচআরসি) মিশন অফিস চালুর বিষয়টি এখনো খসড়া পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে রোববার তিন বছরের জন্য ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (এইচআরসি) একটি মিশন অফিস চালু করার পক্ষে নীতিগত অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত একটি খসড়া সমঝোতা স্মারকে (এমওইউ) অনুমোদন দেওয়া হয়।

এই সংস্থা সমকামী অধিকার নিয়ে কাজ করে-এ ধরনের অভিযোগ আগে ছিল, এখন কোন শর্তে তাদের ঢাকায় কার্যালয় করতে দেয়া হচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সহজে উত্তর দেই। বিষয়টি এখনো খসড়া পর্যায়ে আছে। এরপর যখন সম্পূর্ণ ড্রাফটে আসবে তখন বিস্তারিত বলতে পারব। খসড়া পর্যায়ে এসব নিয়ে বিস্তারিত বলতে পারব।

জাতিসংঘের পরবর্তী আবাসিক প্রতিনিধিকে নিয়ে সরকারের কোনো অস্বস্তি আছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার এগ্রিমো এখনো প্রসেস হয়নি। হোক তারপর দেখা যাবে।

এর আগে এইচআরসি মিশন নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ইউএনওএইচসিএইচআরের হাইকমিশনার ভলকার তুর্ক জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের একটা প্রতিবেদন জমা দিয়েছেন।

তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস বাংলাদেশে হবে- এ আলোচনা চলছিল। আজ এর একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদে খসড়া এমওইউ বা সমঝোতা স্মারক নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। কয়েকজন উপদেষ্টা মিলে এটা পরীক্ষা করব। চূড়ান্ত খসড়াটা ভলকার তুর্ককে পাঠাব। দ্রুততম সময়ের মধ্যে এমওইউটা সাইন হবে। এর ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। অফিসটা হবে তিন বছরের জন্য। দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার, তাহলে সেটা করতে পারবে।

আগামী দিনে দেশে যদি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তাহলে আমাদের দেশের পাশাপাশি তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

জেপিআই/এএমএ/জেআইএম

Read Entire Article