বাংলাদেশের শ্যুটিংয়ে ২০২২ সাল থেকে কাজ করছেন ইরানি কোচ জায়ের রেজাই। প্যারিস অলিম্পিক শেষে ফ্রান্স থেকে নিজ দেশ ইরানে ফিরে গিয়েছিলেন তিনি। এক বছর পর ঢাকায় ফিরলেও বকেয়া এক মাসের বেতন নিয়ে তেহরানে ফিরে গেছেন এই ইরানি কোচ।
বেতন পেলেও সামনে কাজ না করায় হতাশ জায়ের। দেশের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এক বছর পর বাংলাদেশে এসেছিলাম, সপ্তাহখানেক ছিলাম। নিজের বকেয়াসহ অন্য সব বুজে নিয়েছি। তবে বিমান ভাড়া... বিস্তারিত