যেকোনো নামেই মিলছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ই-ট্রেডের লাইসেন্স। এই সুযোগে ভুয়া নাম ও ঠিকানা দিয়ে অনেকেই ই-ট্রেড লাইসেন্স বের করছেন।
দেখা গেছে, বাংলাদেশি কাকড়ার ব্যবসা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভুয়া ই-ট্রেড লাইসেন্স বের করা হয়েছে ডিএনসিসির ওয়েবসাইট থেকে। প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে ট্রাম্প এসোসিয়েশন। ব্যবহার করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ছবি। আর প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হয়েছে ৪০/৪২, রোড নম্বর ৪, ব্লক এফ, সেক্টর ২, আফতাবনগর, বাড্ডা। আর ব্যবসার ধরন দেওয়া হয়েছে কাকড়া মাছ বিক্রেতা।
একইভাবে ইলন মাস্কের নামে নেওয়া হয়েছে একটি লাইসেন্স। ইলন মাস্কের ছবি ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে টুইটার। ব্যসার ধরনে লেখা হয়েছে ডায়াগনস্টিক, রেস্টুরেন্ট (এসি), হাসপাতাল। ব্যবসার প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করা হয়েছে মার্কেট স্কয়ার ১৩৫৫, সানফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র। আর অঞ্চল দেওয়া হয়েছে ভাটারা।
এ ছাড়াও মার্ক জাকারবার্গের নামে একটি ভুয়া ই-ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে। এখানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে মেটা প্ল্যাটফর্ম, ইনকরপোরেটেড। প্রতিষ্ঠানের ধরন দেওয়া হয়েছে কারখান, খাদ্য উৎপাদনকারী, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট (এসি), হাসপাতাল। ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হয়েছে মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া ৯৪০২৫। অঞ্চল দেওয়া হয়েছে ভাটারা।