ভাঙারি দোকানে মর্টার শেল, নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট

3 hours ago 6
কি‌শোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় এক‌টি ভাঙারির দোকান থে‌কে একটি মর্টার শেল উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। পরে টাঙ্গাইল থেকে সেনাবাহিনীর একটি বোম ডিসপোজাল ইউনিট সেখানে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে। পরে বুধবার (১৯ মার্চ) বেলা ৩টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের একটি মাঠে নিয়ে যায়। সেখানে সব কার্যক্রম শেষে ৪টা ১৭ মিনিটে তা নিষ্ক্রিয় করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১২টার দিকে একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামে একটি ভাঙারি দোকানে অন্যান্য ভাঙারি জিনিসপত্রের সঙ্গে বোমার মতো একটি মর্টার শেল দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া। সঙ্গে সঙ্গেই তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙারি দোকানটি ঘিরে রাখে। খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। মাঝরাতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি বালু ভর্তি একটি বালতিতে রাখে। টুটুল এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী টুটুল বলেন, অন্যান্য লোহালক্করের সঙ্গে কেউ সেটি আমার দোকানে বিক্রি করছে। দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি জানাই। কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) টুটুল কালবেলাকে জানান, নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটিকে তালাবদ্ধ করে রেখেছিল। টাঙ্গাইল বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়ার পর তারা এসে মর্টার সেলটি উদ্ধারের পর নিষ্ক্রিয় করে। সারাদিনের ওই ভাঙারি দোকানে লোহালক্কর বিক্রেতার তালিকা সংগ্রহ করেছে পুলিশ।
Read Entire Article