দেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি : মুরাদ

3 hours ago 3

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। তাই গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য, সাহসিকতা ও শান্তিপূর্ণ অবস্থানে থেকে কাজ করতে হবে। 

বুধবার (১৯ মার্চ) ধামরাইয়ের বাইশাকান্দা ও যাদবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পৃথক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। বাইশাকান্দকার ইফতার হয় সহান রুগুনাথ বাজার মাঠে। যাদবপুরের ইফতার মহফিল হয় বি এম স্কুল অ্যান্ড কলেজ মাঠে। 

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, স্বৈরাচার হাসিনা সরকার গণতন্ত্র হত্যা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। গত ১৬ বছর দেশে কোনো নির্বাচন হয়নি। স্বৈরাচারের পতনের পর মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সরকারকে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। 

তিনি বলেন, স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে দেশ ও মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে তাদের মোকাবেলা করতে হবে। 

মুরাদ বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশে সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করতে তাদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে হবে। ব্যবসায় বাণিজ্য ও কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে স্বাবলম্বী করে তাদের অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হবে।

বাইশাকান্দার মাহফিলে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি লাবিব উদ্দিন। উপস্থিত ছিলেন লোকমান দেওয়ান, খন্দকার আইয়ুব, ইবাদুল হক জাহিদ, আবুল হোসেন, রাকিব হোসেন, মিজানুর রহমান, আমির হামজা, ইমরান হোসেন প্রমুখ। যাদব পুর ইউনিয়ন ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আলতাফ হোসেন। উপস্থিত ছিলেন আলী আকবর, ইশতিয়াক আহম্মেদ ফারুক, শহিদুল ইসলাম সুজন, ফরহাদ হোসেন রিমন, জসিম মোল্লা, কামরুজ্জামান লিটন ও সিদ্দিক হোসেন মিন্টু প্রমুখ।

Read Entire Article