বরগুনায় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের কাজে বাধা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হওয়া মহিলা দল সভানেত্রী ইসরাত জাহান শিরিন ও মেয়ে সারজিনা মিমকে জামিনে মুক্তির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে পাথরঘাটা উপজেলা মহিলা দল সভানেত্রী ইসরাত জাহান শিরিন ও মেয়ে সারজিনা মিমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
বিকেলে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরিয়ত উল্লাহ তাদের জামিনে মুক্তির আদেশ দেন।
উল্লেখ্য, ১৮ মার্চ রাত সাড়ে ১০টার দিকে ওই মহিল দল সভানেত্রীর মেয়ের জামাতাকে প্রতারণা অভিযোগের একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, থানা থেকে মেয়ে জামাতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ায় বরগুনা থানার এসআই সাইতুল ইসলাম বাদি হয়ে দায়ের করা মামলায় ইসরাত জাহান শিরিন ও তার মেয়েকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।